বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

দেশব্যাপী সিপিবির ‘গণতন্ত্র অভিযাত্রা’

Reporter Name
  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৮ পঠিত

দিগন্ত ডেক্স : স্বৈরাচারী শাসনামলের মতো অন্যায় অব্যবস্থাপনা দূর হয়নি বরং অনেক ক্ষেত্রে বেড়ে চলেছে। এ অবস্থার অবসানে সমাজব্যবস্থার আমূল পরিবর্তনের বিকল্প নেই। একমাত্র নীতিনিষ্ঠ বাম রাজনৈতিক শক্তি পারে ব্যবস্থার বদল ঘটিয়ে এই দুরবস্থার অবসান করে সব মানুষের গ্রহণযোগ্য দেশ গড়তে। দেশের সাধারণ মানুষকে নীতিহীন রাজনীতিকে ‘না’ বলে নীতিনিষ্ঠ রাজনীতির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দেশের মধ্যে চলমান অস্থিরতা ও সংকট নিরসনে আপামর জনগণকে কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডাকা দেশব্যাপী গণতন্ত্র অভিযাত্রার প্রথম দিনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২১ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় ঢাকার পুরানা পল্টন মোড় থেকে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত পদযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় গণসংযোগের অংশ নিয়ে সিপিবির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা রুহিন হোসেন প্রিন্স পথসভা ও সমাবেশে এসব কথা বলেন।

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘স্পিড মানি’র সাথে ‘রিস্ক মানি’ যুক্ত হয়ে দুর্নীতি ঘুষের পরিমাণ বেড়েছে। চাঁদাবাজি দখলদারিত্ব নিরাপত্তাহীনতা নিত্যসঙ্গী হয়ে চলছে। নিত্যপণ্যের ওপর ভ্যাট বাড়িয়ে ‘গরিব থেকে বড়লোক’ সব মানুষের পকেট থেকে একই হারে ট্যাক্স নেওয়া হচ্ছে। এর ফলে গরিব মধ্যবিত্তের পকেট খালি হয়ে গেলেও, বড় লোকের পকেট ঠিকই থাকছে। অনেকদিন ধরে দেশে বেকারত্ব বেড়ে চলেছে। নতুন কর্মসংস্থানের সুযোগ নেই। শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ করা যায়নি। কৃষকের ফসলের উৎপাদন খরচ বেড়ে গেছে অথচ ফসলের লাভজনক দাম পাচ্ছে না। কৃষকের হাহাকার চলছে। আর শহরের বাজারে অধিক মূল্যে পণ্য কিনতে হচ্ছে। বড়লোকের উপরে প্রত্যক্ষ কর বাড়ছে না। ঋণ খেলাপিদের টাকা আদায় না করে নানা ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। লুটেরা সিন্ডিকেট ভাঙার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুর্নীতিবাজদের কাছ থেকে টাকা আদায়, পাচারের টাকা ফেরত আনা আর দুর্নীতিবাজদের জেলে ঢোকানোর খবর নেই।’ সম্প্রতিক গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, শত শত মানুষের রক্তদানের মধ্য দিয়ে ২০২৪ এর জুলাই-আগস্টে যে গণ-অভ্যুত্থান সংঘটিত হলো, আজ ক্ষমতার দাপটে তা প্রশ্নবিদ্ধ হতে চলেছে। সাম্প্রদায়িক অপশক্তির দাপট বেড়ে চলেছে। মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থার অবসান ঘটাতে দ্রুত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ওপর ক্ষমতা হস্তান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান সরকার নির্বাচনের কথা শুনলেই নানা ধরনের যুক্তি, কুযুক্তি হাজির করছেন।

আমরা সংস্কারের বিরুদ্ধে নয়, আমূল পরিবর্তন ছাড়া মুক্তি নেই। এই আমূল পরিবর্তনের জন্য সংস্কার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলমান থাকবে। তাই সংস্কারের কথা বলে নির্বাচনের কাল বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। বিভিন্ন নির্দেশনা জারি করে জনগণের কণ্ঠরোধ করতে চাইছে সরকার। সাংবাদিকদের অনেকেই চাকরিচ্যুত হচ্ছেন, ভয়ের রাজত্ব যেন পিছু ছাড়ছে না। এ অবস্থা চলতে দেওয়া যায় না। সাধারণ মানুষকে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের পদলের সংগ্রাম অগ্রসর করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সিপিবির সাধারণ সম্পাদক। পদযাত্রা-গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সিপিবির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, ক্বাফি রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, কাজী রুহুল আমিন, আবিদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, জাহিদ হোসেন খান, কেন্দ্রীয় কমিটির সংগঠক ইদ্রিস আলী প্রমুখ। নেতৃবৃন্দ দেশবাসীর উদ্দেশ্য বলেন, নিজে সচেতন না হলে সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে কোষ খাওয়া নেতাদের অভাব হবে না। নতুন নতুন নেতার জন্ম হবে। তাদের পকেট ভারি হবে। নতুন কর্তৃত্ববাদ স্বৈরাচারের জন্ম হবে। এ অবস্থার অবসান ঘটাতে সাধারণ মানুষকে সচেতন ও সংঘটিত হতে হবে। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এই পদযাত্রা-গণসংযোগ চলছে। সপ্তাহব্যাপী সারাদেশে গণতন্ত্র অভিযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা-গণসংযোগে অংশ নিচ্ছেন। এ সময় সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম চট্টগ্রাম অঞ্চল, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স খুলনা অঞ্চল, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ রংপুর অঞ্চলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সিপিবি আয়োজিত পদযাত্রায় অংশ নেন এবং গণমানুষের দাবিদাওয়া আদায়ে সমাবেশ করেন। সিপিবির ডাকা এই গণতন্ত্রের অভিযাত্রা ২৭ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

দেশব্যাপী গণতন্ত্র অভিযাত্রার তৃতীয় দিনে গত ২৩ জানুয়ারি খুলনার বয়রা অঞ্চলের স্থানীয় হাট-বাজারসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স। একমাত্র নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা ও বৈষম্য মুক্ত দেশ গড়তে পারবে । এজন্য এই শক্তির পতাকা তলেই সাধারণ মানুষকে সমবেত হওয়ার আহ্বান জানান সিপিবির সাধারণ সম্পাদক। তিনি জানান, আগামী নির্বাচনে সিপিবি-বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ করবে। এজন্য সবধরনের প্রক্রিয়া চলছে। বিকাল চারটায় অনুষ্ঠিত এই পথসভা ও গণসংযোগে রুহিন হোসেন প্রিন্স, সিপিবির জেলা সভাপতি ডা. মনোজ দাস, জেলা সাধারণ সম্পাদক এস এ রশিদ, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, নিত্যানন্দ ঢালি, মোস্তাফিজুর রহমান রাসেল, পলাশ দাশ, হূমায়ুন কবির, গাজী আফজাল, নিতাই পাল, মীর ওবায়েদ, সাইদুর রহমান বাবু, নাহিদ হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। গাইবান্ধা: দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলার কামারজানীতে পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কামারজানী শাখা।

গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় ভূমি অফিস সংলগ্ন কামারজানী বাজারে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সদস্য ও ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন প্রমুখ। মিহির ঘোষ বলেন, বিগত সরকারের স্বৈরাচারি আচরণ, লুটপাট, অর্থ পাচার, ভোটাধিকার হরণসহ নানা অপকর্মের জন্য বিক্ষুব্ধ হয়ে মানুষ রাস্তায় নেমেছিল। আকাঙ্ক্ষা ছিল সকল অন্যায় জুলুম ও বৈষম্যের অবসান হবে। কিন্তু ছয়মাসে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে মানুষ হতাশ হয়েছে। তারা সিন্ডিকেট ভাঙতে পারেনি, ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ করতে পারেনি। উপরন্তু আইএমএফের শর্ত মেনে জনগণের ওপর অতিরিক্ত ভ্যাটের বোঝা চাপিয়েছে। সমাবেশে আগে দুই কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবড়িয়া: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া মজলিশপুর ইউনিয়ন শাখার উদ্যেগে পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতা জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি সৈয়দ মো. জামাল, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আছমা খানম, সদর উপজেলার সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

পথ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার মানুষের পেটের ক্ষুধা নিবারণ না করে আইএমএফ ও বিশ্বব্যাংকের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যস্ত, তাতে মনে হয় এই সরকারও স্বৈরাচার পতিত হাসিনা সরকারের পথেই হাটছে। পথসভায় নেতৃবৃন্দ আরও বলেন, অনতিবিলম্বে শতাধিক নিত্যপণ্যের উপর ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। দুর্গাপুর (নেত্রকোনা): কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি ২১ থেকে ২৭ জানুয়ারি দেশব্যাপী “গণতন্ত্র অভিযাত্রা” পালন করেছে সিপিবি নেত্রকোনার সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটি। গত ২৪ জানুয়ারি বিকাল ৩টায় নেত্রকোনা জেলার দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচিতে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় আলোচনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি নুর আলম খান প্রমুখ। পরে একটি মিছিল দুর্গাপুর শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে সোমেশ্বরী নদী পাড় হয়ে শিবগঞ্জ বাজারে গিয়ে একটি হাটসভা অনুষ্ঠিত করেন। বগুড়া: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি ঘোষিত

কর্মসূচি ২১ থেকে ২৭ জানুয়ারি দেশব্যাপী গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি উপলক্ষে গত ২৪ জানুয়ারি শহরের সেউজগাড়ী ও খান্দার মোড়ে সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পুর সভাপতিত্বে ও মামুনুর রহমান’র সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সাজেদুর রহমান ঝিলাম, শুভ শংকর গুহ রায়, লিয়াকত আলী কাক্কু প্রমুখ। পথসভায় বক্তাগণ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। কোতায়ালী (চট্টগ্রাম): সিপিবি কোতায়ালী থানা, চট্টগ্রামের উদ্যোগে গত ২৪ জানুয়ারি বিকাল ৪টায় চট্টগ্রামের শাহ আমানত মার্কেটের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী সিপিবির কেন্দ্রীয় কর্মসূচী গণতন্ত্র অভিযাত্রার অংশ হিসেবে চট্টগ্রামে এই কর্মসূচী পালিত হয়। সিপিবি কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, ফরিদুল ইসলাম, রেখা চৌধুরী, রুপন কান্তি ধর, হাবিবুল হক বিপ্লব প্রমুখ। সুত্র : সাপ্তাহিক একতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com