দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ এর ৩৪তম প্রয়াণ দিবস উপলক্ষে সাতদিন ব্যপি মণিসিংহ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে স্থানীয় টংঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ ও কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মণি সিংহের প্রতিকৃতিতে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন, র্যালি ও বিকেলে আলোচনা সভায় সিপিবি উপজেলা সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সঞ্চালনায়, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা, মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহবায়ক, ডা. দিবালোক সিংহ এর সভাপতিত্বে কমরেড মণি সিংহের জীবনীর উপর আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান, বাসদ কেন্দ্রিয় কমিটির নেতা কমরেড বজলুর রশিদ, বামগণতান্ত্রিক জোটের কেন্দ্রিয় কমিটির আহবায়ক কমরেড মাসুদ রানা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা দীপায়ন খিসা, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা মাহাবুব মজনু, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা এমদাদুল হক মিল্লাত, কমরেড হাফিজুল ইসলাম, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র যুগ্নআহবায়ক মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি‘র সদস্য সচিব আব্দুল আওয়াল, সিপিবি জেলা কমিটির নেতা শামছুল আলম খান, বীর মুক্তিযোদ্ধাগন সহ সিপিবি, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯২৮ খ্রিষ্টাব্দে কলকাতার মেটিয়াবুরুজে কেশরাম কটন মিলে শ্রমিকদের ১৩ দিন ব্যাপী ধর্মঘটে নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের মাধ্যমে মণি সিংহ রাজনৈতিক কর্মকান্ডে প্রথম সফলতা অর্জন করেন। ১৯৩০ খ্রিষ্টাব্দে তিনি গ্রেফতার হন এবং ১৯৩৭ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে জেল থেকে মুক্তি পেয়ে তিনি সুসং-দুর্গাপুরে আসেন। এখানে অবস্থানকালে এখানকার কৃষকদের সংগঠিত করে টংক প্রথার বিরুদ্ধে কৃষক আন্দোলন পরিচালনা করেন। ১৯৪৫ খ্রিষ্টাব্দে নেত্রকোণায় অনুষ্ঠিত নিখিল ভারত কিষাণ সভার মহাসম্মেলনের তিনি অন্যতম সংগঠক ও অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন।
সারাজীবন মেহনতি মানুষের পক্ষে বৈষম্যবিরোধী রাজনীতি করে গেছেন। বাংলাদেশের মুৃক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন। নতুন প্রজন্মের কাছে এই মহান নেতার জীবনী তুলে ধরতে সকলকে এগিয়ে আসতে হবে। ১৯৯০ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। আলোচনা শেষে উদীচী ময়মনসিংহ জেলা সংসদ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করে।
Leave a Reply