দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘হটাও চাঁদাবাজী, লুটপাট কায়েম কর সাম্যের বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর শাখার আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের স্থানীয় শহীদ মিনারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, সিপিবি দুর্গাপুর শাখার সভাপতি মীর আলজাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপক সরকার, সিপিবি নেতা শামছুল আলম খান, আজিম উদ্দিন, পার্বতি রিছিল, তাসলিমা বেগম, ছাত্র ইউনিয়ন সভাপতি নরে আলম কান, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে হাসিনা সরকারের পতনের পরও দেশে আগের মতোই চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চলছে, এখনো বিগত সরকারের গুন্ডারা গুপ্তভাবে নিপিড়ন-নির্যাতন করে যাচ্ছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। এইদেশে শিক্ষক লাঞ্চিত হউক আমরা আর দেখতে চাইনা। শিক্ষার্থীর রক্ত ঝড়–ক আমরা তা চাইনা। ছাত্র আন্দোলনে নিতহ ও আহতদের তালিকা তৈরী করে আহতদের সু-চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনের উদ্দ্যেগ নিতে হবে। দেশের বিদ্যুৎ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। এসকল বিষয় সমাধানে অন্তবর্তি সরকারের কাছে আমরা জোর দাবী জানাচ্ছি। আলোচনা শেষে এক লাল ঝান্ডার মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসভার সমাপ্তি হয়।
Leave a Reply