শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন

দুর্গাপুরে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘‘গণঅভ্যুত্থানের আকাঙ্খায় বৈষম্যমুক্ত দেশ গড়ো’’ এই দাবিতে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর এতে সভাপতিত্বে, যুগ্ন-সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উদীচী শিল্পীগোষ্ঠীর দুর্গাপুর শাখার সভাপতি শামসুল আলম খান, আদিবাসী নেতা অবনী কান্ত হাজং সহ অন্যান্য নেতাকর্মীগণ।

সমাবেশে বক্তারা বলেন, সিপিবি সাধারণ মানুষের স্বার্থে কথা বলে, সিপিবি দেশ রক্ষায় কথা বলে। দেশের বর্তমান প্রেক্ষাপটে  নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ জরুরী হয়ে দাড়িয়েছে। দেশের সাধারণ মানুষকে বাঁচাতে রেশন ব্যবস্থা চালু, আইনশৃঙ্খলা ফিরিয়ে এনে জনজীবনে শান্তি, সর্বত্র সম্প্রীতি রক্ষা, দুর্নীতি লুটপাট দখলদারিত্ব বন্ধ, খেলাপি ঋণ আদায়, শ্রমিকের জাতীয় নূন্যতম মজুরি প্রদান এখন সময়ের দাবী।

দেশের কৃষক-ক্ষেতমজুরের স্বার্থে নীতি প্রণয়ন, সবার জন্য কর্মসংস্থান, স্বাস্থ্য-শিক্ষা নিশ্চয়তা করণ, কালাকানুন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন প্রবর্তন, দেশের জাতীয় নির্বাচন ব্যবস্থার আমূল সংস্থার সহ অতিদ্রুত গণতান্ত্রিক সংস্কারের আলোচনা শুরু এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জুলাই-আগস্টের হত্যাকান্ডে দোষিদের বিচার ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদি আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্য লাল ঝান্ডার নীচে এসে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com