ডেক্স নিউজ : কমরেড অণিমা সিংহের স্মরণ সভা ও কৃষক সমিতির নানা বিধ বিষয় নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে শনিবার বিকেলে উপজেলা বিভিন্ন এলাকার নেতাকর্মীদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১ জুলাই ২০২৩ শনিবার, বিকালঃ ২:৩০ মিনিটে, কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে, কমরেড অণিমা সিংহের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উদযাপন সহ অন্যান্য গুরুত্বপুর্ন বিষয় নিয়ে সভায় বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আঃ মালেক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সিপিবি দুর্গাপুর উপজেলা নেতা কমরেড শামসুল আলম খান, যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সভাপতি নজরুল ইসলাম, কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সহ সভাপতি কমরেড আঃ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, ছাত্র ইউনিয়ন সভাপতি মোঃ রফিক, ছাত্র ইউনিয়ন এর সাধারণ সম্পাদক নুর আলম সহ দুর্গাপুর উপজেলা কৃষক সমিতির নেতৃবৃন্দ।
Leave a Reply