দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ হাজং উন্নয়ন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক, আদিবাসী নেতা কমরেড সত্যবান হাজং এর ১৭তম হত্যা দিবস উপলক্ষ্যে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে আদিবাসী নেতা লিটন হাজং এর সঞ্চালনায়, আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য আশুতোষ হাজং, জেলা কমিটির সম্পাদক নিরন্তর বনোয়ারী, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সদস্য শামছুল আলম খাঁন, উপজেলা কৃষক সমিতির সম্পাদক মোর্শেদ আলম, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, আদিবাসী নেতা, জীতেন্দ্র হাজং, পার্বতী রিছিল, অন্তর হাজং, সত্যবান হাজং এর বাবা তুশীল হাজং সহ সিপিবি ও আদিবাসী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কমেরেড রা কখনো মরে না, মরতে জানে না, কমরেড রা সারা জীবন দেশ ও জাতীর কল্যানে কাজ করে। কমরেড সত্যবান হাজং বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের অধিকার আন্দোলনে সংগ্রাম করে গেছেন। তাঁর সংগ্রামের সাফল্যে ঈর্ষানি¦ত হয়ে কুচক্রী মহল তাঁকে আজ থেকে ১৭বছর পূর্বে এই দিনে নির্মম ভাবে হত্যা করেছে। এই উদীয়মান নেতা হত্যাকান্ড আমাদের আজো কাঁদায়, তাঁর স্মৃতিকে ধরে রাখতে এলাকার সকল আদিবাসী নেতা-কর্মীদের এক হয় কাজ করার আহবান জানানো হয়।
Leave a Reply