ডেক্স নিউজ : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির দুর্গাপুর উপজেলা কমিটির সম্মেলন উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে চলছে প্রস্ততি সভা ও ইউনিয়ন কমিটি গঠন। শনিবার বিকেলে বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ২১ সদস্য বিশিষ্ট চন্ডিগড় ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
আগামী ১১ মার্চ ২০২৩ শনিবার স্থানীয় টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উপজেলা সম্মেলন কে কেন্দ্র করে উপজেলার প্রতিটি গ্রাম ও ইউনিয়নে গঠন করা হচ্ছে কমিটি। সে আলোকে চন্ডিগড় ইউনিয়নে আঃ রউফ কে সভাপতি ও মাসুদ মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা সিপিবি নেতা শামছুল আলম খান, কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, ক্ষেত মজুর সমিতি উপজেলা কমিটির আহবায়ক রহম আলী, যুগ্ম আহবায়ক আজিম উদ্দিন, সিপিবি পাথারিয়া শাখার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ জীবন, যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সহ:সভাপতি সায়েদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমীন খান, যুবনেতা আকরাম আলী, ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি সাহান আলী, সাবেক সভাপতি আল আমীন চৌধুরী সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
Leave a Reply