ডেক্স নিউজ : সাহসী যৌবনে সুন্দর আগামী ‘‘কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে জেগে ওঠো তারুণ্য’’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ যুব ইউনিয়ন কলমাকান্দা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শহীদ মিনার চত্বরে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা সিপিবি নেতা মো. সিদ্দিকুর রহমান, নিরন্তর বনোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন, বর্তমানে দেশে বেকারত্বের সমস্যা, যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগের ঘাটতি চরম সীমায় পৌঁচেছে। দেশে গণতান্ত্রিক পরিস্থিতি বজায় না থাকলে বেকারত্ব এবং ঘুষের বিনিময়ে চাকরি আরো চরম আকার ধারণ করবে। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বেকারত্ব দূর করতে কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে জেগে উঠতে হবে। দেশে অধিকার আদায়ের রাজনীতি বজায় রাখতে উপস্থিত যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।