দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : “সাহসী যৌবনে সুন্দর আগামী” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে যুব ইউনিয়নের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকেলে নানা আয়োজনে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে যুব বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ সরকারের সঞ্চালনায় আলোচনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকার, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়ন সহ:সভাপতি কাজল সরকার, যুব ইউনিয়ন নেতা সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল সরকার, আদিবাসী নেতা অবনী কান্ত হাজং, যুব নেতা আল আমীন খান প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৬ সালের ২৮ আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যুব ইউনিয়ন যুব সমাজের বহুমূখী সমস্যা সমাধান ও তাদের আশা আকাঙ্খা বাস্তবায়ন এবং দেশ ও জাতিকে গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অগ্রনী ভূমিকা পালনে সক্ষম, সচেতন ও সংগঠিত যুব সমাজ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটি কাজ করছে।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পী গোষ্ঠী।