দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক নেতা, মুক্তিযুদ্ধ কালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, টংক তথা তেভাগা আন্দোলনের মহানায়ক, কিংবদন্তী বিপ্লবী নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মণিসিংহের ১২১তম জন্মজয়ন্তী উদযাপনে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মণিসিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় নেতা ডাঃ দিবালোক সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, মেলা কমিটির অন্যতম সদস্য প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, রাখাল চন্দ্র দাস, শামছুল আমলম খান, সাংবাদিক তোবারক হোসেন খোকন, জামাল তালুকদার, ধ্রুব সরকার, মোরশেদ আলম, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ২৮ জুলাই নানা আয়োজনে দিনব্যাপি বীর মুক্তিযোদ্ধা কমরেড মণিসিংহের আদর্শকে লালন করে, মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্টস্তবক অর্পন, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা, বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত সহ বর্তমান করোনা প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে উক্ত অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সেইসাথে উক্ত অনুষ্ঠানে সর্বস্তরের অংশগ্রহন বাড়াতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।