ডেক্স নিউজ : উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক নেতা, মুক্তিযুদ্ধ কালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, টংক তথা তেভাগা আন্দোলনের মহানায়ক, কিংবদন্তী বিপ্লবী নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মণিসিংহের মৃত্যুবাষিকী উদযাপনে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মণিসিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি আলী আসগর, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, এড. মানেশ সাহা, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাহাদাত হোসেন কাজল, সিপিবি সভাপতি আলকাস উদ্দিন মীর, সিপিবি সাবেক সভাপতি ডা: সোহরাব উদ্দিন, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, সিপিবি কেন্দ্রীয় নেতা ডাঃ দিবালোক সিংহ প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ৩১ ডিসেম্বর ২০২১ থেকে ৬ জানুয়ারী ২০২২ পর্যন্ত কমরেড মণিসিংহের আদর্শকে লালন করে ৭দিন ব্যাপি যে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে করোনা মহামারীর কারনে গতবছর পালিত না হলেও এবার জেলা ও উপজেলা প্রশাসনের সাথে কথা বলে স্বাস্থ্যবিধি মেনে তা উদযাপনের সিদ্ধান্ত হয়। সেই সাথে মেলা কমিটি অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, এড. আব্দুল গণি ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ফরাজী, ডাঃ রাশিদা আক্তার সহ অত্র অঞ্চলের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য মেলা কমিটির পক্ষ থেকে এক শোক প্রস্তার গ্রহন করা হয়।