দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে রাত ১২টা ১ মিনিটে স্থানীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জোলন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ, শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা জনিয়েছেন।
এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ, উপজেলা সিপিবি, উপজেলা কৃষক সমিতি এর নেতৃবৃন্দ সহ অন্যদের মধ্যে গোলাম মোস্তফা হীরা, মো. আলআমিন, মোর্শেদ আলম, রুপক সরকার উপস্থিত ছিলেন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষ দলীয় মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ’১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে শহীদ আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তারা যে গণতান্ত্রিক-বৈষম্যহীন-অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আমরা ছাত্র সমাজ তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে লড়াই চালিয়ে যাব।