ডেক্স নিউজ : জেলার দুর্গাপুরে ‘‘সংস্কৃতিই লক্ষ্য, রাজনীতি তার পথ’ এ প্রতিপাদ্যে শনিবার বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ডিএসকে স্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি রুপক সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা উদীচী নেতা মো. আমীর হোসেন, সোহাগ জোয়াদ্দার, জীবন নন্দী, মো. আল আমীন, দ্বীলিপ ঘোষ, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম , উদীচীর সাবেক উপজেলা সভাপতি ধ্রুব সরকার প্রমুখ ।
বক্তারা, ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, কমরেড মনি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিবস কেন্দ্রীক অনুষ্ঠান পরিবেশন, সত্যেন সেন সঙ্গীত বিদ্যালয় চালু করন সহ সম-সাময়িক নানা বিষয়ে সকলকে অংশগ্রহন করতে আহবান জানান।