নিউজ ডেক্স : জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো জাতীয় এ দাবির পাশাপাশি স্থানীয় বিভিন্ন দাবিতে দেশজুড়ে পদযাত্রা করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মাসব্যাপী এ পদযাত্রায় অনেক স্থানেই সরকার ও প্রশাসনের বাধার মুখে পড়েছে। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈরে সিপিবির পদযাত্রায় পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীরা হামলাও চালিয়েছে।
এদিন কালিয়াকৈর ও আশুলিয়া থানা যৌথভাবে সফিপুর পাশা গেট থেকে এ পদযাত্রাটি শুরু করেছিল। কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ এবং ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ নেতাকর্মীদের। হামলাকারীরা সিপিবির ব্যানার ফেস্টুনও ছিনিয়ে নেয়। সিপিবি গাজীপুর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ওয়াহিদুজ্জামান, জেলা কমিটির নেতা আমিনুল ইসলাম শ্রমিক নেতা এনামুল হক মনি, আশরাফুল ইসলামসহ কয়েকজন আহত হয়েছে।
সুত্র : সাপ্তাহিক একতা