বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

দুর্গাপুরে সিপিবি‘র দুর্নীতি বিরোধী মানববন্ধন

Reporter Name
  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৯৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আমার দেশ আমার গর্বদুর্নীতি হটাও, দেশ বাঁচাওএই দাবীতে সারা দেশের ন্যায় নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপি কর্মসুচী অনুষ্ঠিত হয়

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুর্নীতি বিরোধী মানববন্ধনে উপজেলা সিপিবি যুগ্ন সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং প্রমুখ

বক্তারা বলেন, এমন দৃশ্য দেখার জন্য দেশ স্বাধীন করিনি। সোনার বাংলা আজ লুটের বাংলায় পরিনত হয়েছে। দেশ এখন দুর্নীতি লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে। সাবেক সরকারি কর্মকর্তা বেনজীর, আজিজ ছাগল কান্ডের মতিউরদের অঢেল অবৈধ সম্পদই তাঁর প্রমাণ মিলে। যে দেশে অফিসের পিয়নের পাচতলা বাড়ী থাকে, সেই দেশে তো সাধারণ মানুষ না খেয়ে মরবেই।

দেশ আজ দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে ভয়াবহ নৈরাজ্যে পরিনত হয়েছে। প্রতি বছর ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। লুটের টাকার বেশিরভাগই বিদেশে পাচার হচ্ছে। দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না হলে দেশ আরও ভয়াবহ সংকটে পড়বে। ওই সংকট থেকে উত্তরনের জন্য দেশের স্বার্থে সকলকে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানানো হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com