ডেক্স নিউজ : “কাজ মজুরি অধিকার ও ইনসাফ চাই” এই দাবীতে সারা দেশের ন্যায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কমিটির উদ্যোগে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার দুপুরে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্তরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতাকর্মীরা।
পরবর্তিতে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা ক্ষেতমজুর সমিতির আহবায়ক রহম আলীর সভাপতিত্বে ও সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপক সরকার এর সঞ্চালনায় আলোচনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, কৃষক সমিতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতা আজিম উদ্দিন, আঃ রউফ, বাবুল মিয়া, মুকুল চন্দ্র দে।
বক্তারা বলেন, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। গরীব মেরে আমলা পোষা চলবে না। আমাদের দাবী গুলো নতুন নয়, কয়েক বছর পর কৃষকরা ধানের লাভজনক দাম পাচ্ছে। এই লাভজনক দাম স্থায়ী করার জন্য ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ক্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে। পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের দুর্নীতি-অনিয়ম ও হয়রানি বন্ধ করার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহবান জানানো।
Leave a Reply